রুশ সীমান্তের কাছে ফ্রান্স-ব্রিটেনের ট্যাংক-হেলিকপ্টার

রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় পাঁচ অ্যাপচি (এএইচ-৬৪) হেলিকপ্টার পাঠিয়েছে ব্রিটেন। আর আগে দেশটিতে সেনাদল, ট্যাংক, যুদ্ধযান এবং সাঁজোয়া বহর পাঠানো হবে বলে ঘোষণা করেছিল ফ্রান্স।

এস্তোনিয় প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, বাল্টিক অঞ্চলে ন্যাটোর বৃহত্তর মোতায়েনের আওতায় দেশটিতে এ সব পাঠানো হয়েছে।

ন্যাটোর সামরিক মহড়া ‘স্ট্রিং স্টর্মে’ এসব হেলিকপ্টার অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া, রুশ সীমান্ত থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এন্তোনিয়ার তাপা শহরে অবস্থিত সামরিক ঘাঁটিতে এগুলোকে মোতায়েন করা হবে। মহড়ায় অংশ গ্রহণের আগে এস্তোনিয়ার আকাশে এ সব হেলিকপ্টার প্রথমবারের মতো ওড়া শুরু করবে।

এর আগে দেশটিতে চারটি এডব্লিউ ১৫৯ ওয়াইলডক্যাট হেলিকপ্টারও পাঠিয়েছে ব্রিটেন। উড্ডয়নে যোগ দেবে এ সব হেলিকপ্টারও ।

এদিকে, এস্তোনিয়ার তাপায় ফরাসি একটি সেনাদল পৌঁছেছে। এ দলে ৩০০ সেনা রয়েছে। দেশটিতে পাঁচটি ট্যাংক এবং ১৩টি বহুমুখী সাঁজোয়া গাড়ি এবং পদাতিক সেনাবহনকারী ২০টি যুদ্ধযান পাঠানো হবে বলে প্যারিস থেকে ঘোষণা করা হয়েছে।

২০১৪ সালে ইউক্রেন সংকটের পর রাশিয়ার নিকটবর্তী এলাকাগুলোতে অবস্থান জোরদার করছে ন্যাটো। এ সব এলাকায় যুদ্ধ উপযোগী সেনাদল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া বাড়ানো হয়েছে।

এছাড়া রুশ সীমান্তের কাছে ন্যাটোর নজরদারি ও গোয়েন্দা বিমান এবং চালকহীন বিমানের তৎপরতাও বেড়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)