কঙ্গোতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা নিহত

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি রক্ষীদের কার্যক্রম পরিদর্শনে কঙ্গো গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (পুলিশ স্টাফ কলেজের রেক্টর) রওশন আরা বেগম।

৫ মে রোববার নিউইয়র্ক সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় সোমবার ভোর তিনটা) শান্তি রক্ষীদের কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় রওশন আরা বেগমকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন।

কঙ্গো মিশনের উদ্ধৃতি দিয়ে এনআরবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা।

মিনা জানান, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(হাইওয়ে) মোহাম্মদ আতিকুল ইসলামও একই গাড়িতে ভ্রমণ করছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। নিহত রওশন আরার লাশ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও মিনা উল্লেখ করেন।

উল্লেখ্য, এই দুই পুলিশ অফিসার ৩ মে কঙ্গো মিশন পরিদর্শনে এসেছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)