ডেঙ্গু পরীক্ষায় রাতে আসছে কিটস: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষার জন্য দুই দিনের মধ্যে কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, এর মধ্যে আজ রাতে এক লাখ কিটস আসবে। আগামীকাল বাকিগুলো আসবে।

মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে। এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সরকারি হাসপাতালে রোগীর সংকুলান না হলে বার্ন ইনস্টিটিউটের মতো হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করা হবে জানিয়েছেন মন্ত্রী।

‌‌‌‘ডেঙ্গু চিকিৎসায় এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পায়নি, এমনটা হয়নি। কিন্তু ডাইজেস্টিভ ইনস্টিটিটিউট, বার্ন ইনস্টিটিউটের মতো কিন্তু কিছু কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি। দেশে যদি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং সরকারি হাসপাতালে যদি রোগী না ধরে, তাহলে আমরা এসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করব। কেননা এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)