বাল্যবিবাহের হিরিক, এক দিনে ৭টি বাল্যবিবাহ

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ও ঢেউখালী ইউনিয়নের বাল্যবিবাহর হিরিক পড়েছে। একদিনে সাতটি বাল্যবিবাহ সম্পূর্ণ হয়েছে। আইনগত দিকে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা থাকলেও এখানে তা মানা হচ্ছে না।

একধরনের ভুয়া কাজী মৌলবী কাজীর প্রতিনিধি পরিচয় দিয়ে ও ফরিদপুর নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে উক্ত বাল্যবিবাহ আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণ হচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহে জানা গেছে।  

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার এক দিনে সাতটি বিয়ে সম্পূর্ণ হয়েছে। বাল্যবিবাহ হয়েছে ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ বাছের মিয়ার ডাঙ্গী গ্রামের জুলহাস মৃধার ১০ম শ্রেনীর পড়ুয়া মেয়ে মীম আক্তার, একই ইউনিয়নের মধ্য বাবুরচর গ্রামের হারুনের ৮ম শ্রেনীর পড়ুয়া মেয়ে সাবিনা আক্তার, একই গ্রামের কুদ্দুছ খানের ৮ম শ্রেনীর পড়ুয়া মেয়ে শিরিন আক্তার।

ঢেউখালী ইউনিয়নের ঠাকুর ডাঙ্গী গ্রামের কালাম ফকিরের ৮ম শ্রেনীর পড়ুয়া মেয়ে স্বর্ণ আক্তার, একই ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের আইয়ূব সর্দারের ১০ম শ্রেনীর পড়ুয়া মেয়ে স্বপ্না আক্তার, একই গ্রামের নূরআলম কাজীর ৮ম শ্রেনীর পড়ুয়া মেয়ে রুমা আক্তার, আজাহার মাতুব্বরের ৮ম শ্রেনীর পড়ুয়া মেয়ে রাবেয়া আক্তারসহ একই দিনে ৭টি বাল্যবিবাহ সম্পূর্ণ হয়েছে।

এর মধ্যে ৬ জন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী, একজন আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশনে ছাত্রী। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই।