হাটুর উপর কাপড় উঠলে ওজু ভাঙ্গে?

হাটুর উপর কাপড় উঠলে ওজু ভাঙ্গে কি না? এ ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ মুফতি মনোয়ার হোসাইন।  

তিনি জানান, ওজু ভাঙ্গে সাতটি কারণে। ওই সাত কারণের মধ্যে হাটুর উপর কাপড় উঠে গেলে ওযু ভঙ্গ হবে এ কথা নেই। এজন্য কোনো কারণে হাটুর উপর কাপড় উঠলে ওযু ভঙ্গ হবে না।

ঠিক তেমনি নারীদের ক্ষেত্রেও ওযু করার পর মাথার কাপড় পড়ে গেলে ওযু ভাঙ্গবে না। তবে কেউ দেখলে (নন মাহরাম) গুনাহ হবে।

সতরের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সতর অর্থ ঢেকে রাখা। একজন পুরুষকে (কোনো ওজর ছাড়া) নাভীর উপর থেকে হাটুর নীচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)