ময়মনসিংহে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র খুনের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এদের মধ্যে প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দীর মধ্যদিয়ে খুনের রহস্য উদঘাটিত হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন।  

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  

পুলিশ সুপার জানান, নগরীর গোলপুকুরপাড় এলাকায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় তিনটি গ্রুপ নাচানাচি করছিল। এ সময় মাহিন গ্রুপের সাথে আবির গ্রুপের ধাক্কাধাক্কি হয়। পরে মাহিন তার পকেটে থাকা সুইজ গিয়ার চাকু দিয়ে প্রথমে আবিরকে আহত করে এবং পরে শাওনের বুকে আঘাত করে।

রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শাওন মারা যায়। ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করতে সক্ষম হন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ও ডিবির ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।   

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)