কাশ্মীর সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলিতে নিহত ৩

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে রোববার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কুপওয়ারার তনঘর অঞ্চলে ওই ঘটনা ঘটেছে। এ ছাড়া দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনডিটিভি।

এ ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরে কামান দিয়ে গোলাবারুদ নিক্ষেপ করেছে ভারত।

ভারতের দাবি, তারা পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের আস্তানায় হামলা শুরু করেছে।

সীমান্ত লঙ্ঘন করে পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধ নিতে রোববার সকালের দিকে এ হামলা শুরু করেছে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর এ হামলায় পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল