রাজধানীতে নব্য জেএমবি এক সদস্য আটক

রাজধানীর বারিধারায় শাহীন ওরফে দিবা সুলতান (২৪) নামে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।  

রোববার (২৪ নভেম্বর) বারিধারার জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় এমন বই ও স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচার করতেন বলে জানিয়েছে পুলিশ।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান জানান, শাহীন ফেসবুক ও অনলাইনে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শাহীনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গুলশানা থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠাই নব্য জেএমবির মূল লক্ষ্য। এ কারণে তারা ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিল।

এ কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরি ও অনলাইনে বিতরণ করে আসছিলেন। এসব প্রক্রিয়াতে তারা সংগঠনের নতুন সদস্য হিসেবে যুবকদের নিযুক্ত করতেন।

সংগঠনটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সংগ্রহের চেষ্টা করে আসছে বলেও জানান তিনি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল