আইএসের টুপি বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি

আইজি প্রিজন ব্রি. জে. মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে দুজনের মাথায় আইএসের প্রতীক সম্বলিত কালো টুপির বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি পরা আমরা মিডিয়াতে দেখেছি। এ বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের রিপোর্ট দেবে তারা।  

তিনি আরও জানান, এর সাথে সাথে বাংলাদেশের সব কারাগারকে নিরাপত্তা জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল