নিখোঁজের ৪ দিন পর দেহ, ৭ দিন পর মাথা উদ্ধার

নাটোর সদর উপজেলার পাইকোড়দৌল এলাকার রসুন ক্ষেত থেকে আজ মঙ্গলবার একটি শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ।

মাথাটি তিনদিন আগে বাঁশঝাড়ে খুন হওয়া শিশু হাসান আলীর (১০) বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেন সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম।

তিনি বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে জেলার গোয়েন্দা পুলিশের একটি দল পাইকোড়দৌল গ্রামের একটি রসুনখেত থেকে একটি মাথা উদ্ধার করে।

পরে মাথাটি হাসান আলীর বলে শনাক্ত করেন তার বাবা মোজাফফর আলী।

‘ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ পূর্ব দিকে একটি রসুনখেতে ছিন্ন মাথাটি পাওয়া যায়। ’

পুলিশ মনে করছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময় ঘাতকেরা মাথাটি রসুনখেতে রেখে গেছে। কারণ গত শনিবার মস্তকবিহীন লাশ উদ্ধারের পর থেকে পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণে রেখেছিল। ওই জমিতে এর আগে মাথাটি চোখে পড়েনি।  

অনুমান করা যাচ্ছে, ঘাতকেরা আশপাশেই আছে। তবে সুনির্দিষ্টভাবে কাউকে এ ঘটনার জন্য এখনো চিহ্নিত করা যায়নি।

খুনিদের শাস্তি দাবি করে হাসান আলীর বাবা মোজাফফর আলী কান্না জড়িত কেণ্ঠে বলেন, আমার ছেলে নিখোঁজ ছিল চার দিন। এরপর লাশ পাওয়া গেল। এর তিন দিন পর মাথা পাওয়া গেল। অথচ খুনিরা শনাক্ত হলো না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)