চাঁপাইনবাবগঞ্জে সৎভাইকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সৎভাইকে হত্যার দায়ে কেতাব আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও দেয়া হয়।  

দণ্ডপ্রাপ্ত কেতাব আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-হাউসনগরের বিশারত আলীর ছেলে।   আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামীর উপস্থিতিতে এ রায় দেন।   অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, দণ্ডপ্রাপ্ত কেতাবুল আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার সৎভাই জাহাঙ্গীর আলমের।  

২০১৮ সালের ৩ মে রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মনাকষা চৌধুরিপাড়া মোড় এলাকায় জাহাঙ্গীর আলমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে কেতাবুল আলী।  

ওই ঘটনায় ৪ মে নিহত জাহাঙ্গীরের ছেলে অসীম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।   দীর্ঘ শুনানী ও ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কেতাব আলীকে মৃণ্ডদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল