‘‌‌‌সততা-আনুগত্য-শৃঙ্খলা পেশাগত দক্ষতার মাপকাঠি’

সততা, আনুগত্য ও শৃঙ্খলা একটি বাহিনীর পেশাগত দক্ষতার মাপকাঠি। এসব গুণাবলিকে সমুন্নত রেখে নবীনদের দেশের সেবা করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের ৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরো বলেন, সৈনিকদের বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা ও উদ্দীপনা অর্জন গুরুত্বপূর্ণ। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এর আগে রাষ্ট্রপতি বীর উত্তম মাজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির নবীন রিক্রুদের কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)