৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিস ‘বন্ধ হচ্ছে’

আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন।

সরকারের দুজন মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

সরকারের সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক লকডাউন না। অর্থাৎ মানুষের কাজ থাকবে না। সরকারের পক্ষ থেকে বাসা থেকে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে। এতে কার্যত লকডাউনের মতোই পরিস্থিতি তৈরি হবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে। আর রেল চলাচল কমিয়ে আনতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব আজ একটা সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলেজ চারটায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)