পুরো দেশকে রেড গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার অনুযায়ী পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়োলো এই তিন জোনে ভাগ করা হবে।

আজ সোমবার (০১ জুন) করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি  সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও জোন করা হয়নি। যখন করা হবে তখন জানতে পারবেন। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয় সেগুলো রেড করা হবে।

দেশের বেশিরভাগ জেলা ও উপজেলা এখনও ভালো আছে। আমরা সেটাকে ভালো রাখতে চাই। আর সে বিষয়েই আলোচনা করতে এই সভা করা হয়েছে। গত পরশুদিন বিশেষজ্ঞ টিম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের যেসব পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী কাজ করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমরা একটা প্ল্যান তৈরি করব, কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে দেব।  

তখন মেয়র, স্বাস্থ্য, স্বারাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সবাই মিলে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তবে কোন জোনে দেশের কোন এলাকা পড়বে তা এ কাজ বিশেষজ্ঞরা ঠিক করবেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল