দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ যাতে অধিকার নিয়ে বাঁচতে পারে, সে জন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ইতোমধ্যে সম্পন্ন ৫০ হাজার বার পবিত্র কুরআন খতম ও জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে অনুষ্ঠেয় মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, এতিম শিশুরা যেন স্বনির্ভর হতে পারে, সে জন্য সব ব্যবস্থা নিয়েছে সরকার। সততা, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে সরকারি শিশু পরিবার ও এতিম শিশু কিশোরদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এছাড়াও দেশনেত্রী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর রক্ত যাতে বৃথা না যায় এবং তার স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ