বান্দরবানে যুবলীগ কর্মী খুন

৮ থেকে ১০ জন বাসা ঘেরাও করে, দুজন বাড়িতে ঢুকে ব্রাশফায়ার করে

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মংচিংউ মার্মা (৪০) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মংচিংউ মার্মা সন্ধ্যায় বাঘমারা বাজার থেকে কাজ শেষ করে বাসায় ফিরে। হঠাৎ ৮/১০ জনের একদল সশস্ত্র যুবক তার বাসা ঘেরাও করে। তৎমধ্যে দুজন বাড়ির ভেতর প্রবেশ করে যু্ববলীগ কর্মী মংচিংউ মার্মাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

নিহত মংচিংউ মার্মা দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) এর রাজনীতির সাথে জড়িত ছিলেন।  

সম্প্রতি তিনি জেএসএস ছেড়ে যুবলীগে যোগদান করেন। যুবলীগে যোগ দেওয়ায় জেএসএস সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

বান্দরবান পুলিশ সুপার জেরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থে ওসি সহ পুলিশ পাঠানো হয়েছে এবং তারা লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই একই এলাকায় জেএসএম সন্ত্রাসীরা ব্রাসফায়ার করে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ আটজনকে হত্যা করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)