রোহিঙ্গাদের আশ্রায়ণ প্রকল্প পরিদর্শনে ভাসানচরে প্রতিনিধি দল

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে তৈরি আশ্রায়ণ প্রকল্পে পরিদর্শনে গেছে ৪০ সদস্যের প্রতিনিধি দল।

শনিবার ভোরে দুটি বাসে করে সেনা বাহিনীর তত্ত্ববধানে রোহিঙ্গা প্রতিনিধি দলটি উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে। সকালে চট্টগ্রামে পৌঁছে সেখান থেকে নৌ বাহিনীর তত্ত্ববধানে জলযানে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা। ভাসানচরে কী ধরণের সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে বা দ্বীপটি বসবাসের জন্য উপযোগী কি না তা দেখবেন প্রতিনিধি দলটির রোহিঙ্গা নেতারা।

আগামী ৮ সেপ্টেম্বর ভাসানচর থেকে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসার কথা রয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহাবুব তালুকদার জানান, ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের মাঝে ধারণা দিতে এই "গো এন্ড সি" ভিজিট।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ