‌‘জলবায়ু পরিবর্তণের প্রভাব মোকাবিলায় চাই বৈশ্বিক উদ্যোগ’

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গিকারাবন্ধ।

জলাবায়ুর পরিবর্তন পুরো পৃথিবীর জন্য এখন উদ্বেগের বিষয়। এজন্য দায়ী না হলেও সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। আশঙ্কা করা হচ্ছে উন্নত দেশগুলোর অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে বিশ্বের গড় তাপমাত্রা আরো দেড় ডিগ্রী সেলসিয়াস বাড়বে। যার পরিণাম এ অঞ্চলের দেশগুলোর জন্য হবে ভয়াবহ।

আরও পড়ুন: 

আগামী ২১ সেপ্টেম্বর খুলছে তাজমহল

এমন বাস্তবতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অভিযোজনের ওপর। এ লক্ষ্যে জাতিসংঘের গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অঞ্চলিক কার্যালয় যাত্রা শুরু করলো ঢাকায়।

ভার্চুয়াল প্লাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি জলবায়ু পরিবর্তণের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের নানা উদ্যোগ তুলে ধরেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)