আশঙ্কাজনকহারে কমছে বন্যপ্রাণীর সংখ্যা, ৫০ বছরে কমেছে ৭০ শতাংশ

গেল ৫০ বছরে কমপক্ষে ৭০ শতাংশ কমে গেছে বিশ্বের বন্যপ্রাণীর সংখ্যা। পরিবেশবাদী গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

আশঙ্কাজনকহারে কমছে বন্যপ্রাণীর সংখ্যা যার প্রভাবে এর সংখ্যা দুই তৃতীয়াংশের বেশি কমে গেছে গত ৫০ বছরে। বন্যপ্রাণী সংরক্ষণ গোষ্ঠী ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-ডব্লিউডব্লিউএফ র একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।   

মানুষের কারণেই বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে, এখন প্রকৃতি ব্যাকুল হয়ে সঙ্কেতবানী পাঠাচ্ছে এবং সময়ও শেষ হয়ে আসছে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তানিয়া স্টিল।

আমরা আমাদের আবাস পৃথিবীকে ধ্বংস করে ফেলছি। এতে পৃথিবীতে আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও টিকে থাকা সবকিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।

বনভূমি ধ্বংস, জনসংখা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত প্রাণী শিকার ও মাছ ধরাকে বন্যপ্রাণী কমার জন্য দায়ী করা হয়েছে প্রতিবেদনটিতে।

আরও পড়ুন: ব্যাটম্যানের চরিত্রে রবার্ট প্যাটিনসন, টিজারে ঝড়

নিউজ টোয়েন্টিফোর/নাজিম