আফগান শান্তি প্রক্রিয়ায় যে কোন সহযোগিতায় প্রস্তুত ইরান: জারিফ

আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ায় যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।  

মঙ্গলবার রাতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের সঙ্গে এক ফোনালাপে ইরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন তিনি।

ফোনালাপে আফগান শান্তি আলোচনায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় জারিফ আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনায় বসার ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।   

ফোনালাপে আফগানিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন জারিফ ও আতমার।

আরও পড়ুন: মার্কিন মসনদে এবার কে বসছেন, ট্রাম্প নাকি বাইডেন?

এর আগে গত শনিবার কাতারের রাজধানী দোহায় আফগান-আফগান শান্তি আলোচনা শুরু হওয়ার পর ওই আলোচনাকে স্বাগত জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ আলোচনার মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আফগান সংকটের সমাধান হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ