ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় আজ (ভিডিও)

২৮ বছর পর আজ বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে। ভারতীয় আদালতে দীর্ঘদিন ধরে চলছে এই মামলা। ১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ।  

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকেই  রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। রায় ঘোষণা করবেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। রায় ঘোষণার সময় অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই মুহূর্তে হৃষীকেশের হাসপাতালে ভর্তি উমা ভারতী।

আরও পড়ুন: মিন্নি আদালতে, নিরাপত্তা জোরদার

এদিকে বয়সজনিত কারণে লালকৃষ্ণ আডবাণী এবং মুরলিমনোহর জোশী আদালতে যাবেন না বলে জানিয়েছেন আডবাণীর সচিব দীপক চোপড়া। আদালত ব্যবস্থা করলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি।

news24bd.tv সুরুজ আহমেদ