আকাশ থেকে সন্দেহজনক বস্তুর পতন শনাক্ত করল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের মালেকান কাউন্টির লেইলান পাহাড়ে আকাশ থেকে অপরিচিত ও সন্দেহজনক বস্তুর পতন হয়েছে।

উত্তর-পশ্চিম ইরানে মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই বস্তু শনাক্ত করার খবর দিয়েছে।

ওই ব্যবস্থা গতরাতে (মঙ্গলবার রাতে) এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ওই সন্দেহজনক বস্তুর দিকে কোনো ক্ষেপণাস্ত্র বা গুলি ছোঁড়া হয়নি।

ওই অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর সৈন্যরা ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশের আগে কোনো গণমাধ্যমে পূর্ব আজারবাইজান প্রদেশে একটি আগ্রাসী ড্রোন ভূপাতিত হওয়ার খবর দিয়েছিল। কিন্তু বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিবৃতিতে ওই খবরের সত্য নিশ্চিত করা হয়নি।

news24bd.tv তৌহিদ