ফের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

৯৪ ভোট পেয়ে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন মেয়াদে বাফুফের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন ৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

আরও পড়ুন: বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।

সূত্রে জানা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি পেয়েছেন ৯৪টি, বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। আর সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট।

আরও পড়ুন: নিজেকে সফল সংগঠক দাবি কাজী সালাউদ্দিনের (ভিডিও)

news24bd.tv তৌহিদ