আগাম শীতকালীন সবজিতে ভরপুর ঝিনাইদহ সবজি বাজারগুলো

আগাম শীতকালীন সবজিতে ভরপুর ঝিনাইদহ সবজি বাজারগুলো। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। বলছেন, বাজারমূল্য ঠিক থাকলে ঝড় ও অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। সবজি উৎপাদনে কৃষকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার। ভোর থেকে সদর ও হরিণাকুন্ডু উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত লাউ, কুমড়া, ফুলকপি, বেগুন,শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি নিয়ে বাজারে আসতে শুরু করেন।

সম্প্রতি আম্পান ও টানা বর্ষণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির যোগান কম। তাই পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। আর দাম ভালো পাওয়ায় খুশি চাষিরাও।

এখানকার উৎপাদিত সবজির মান ভালো ও দাম তুলনামুলক কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরাও পাইকারী দরে সবজি কিনে তা বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।   এদিকে কৃষি বিভাগের কর্মকর্তা মো: জাহিদুল করিম সদর উপজেলা কৃষি  ঝিনাইদহ,পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলার ৬ উপজেলায় ৯ হাজার ৩’শ ৯৫ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে।

news24bd.tv তুষার