বিধ্বস্ত বিমানটির যাত্রীতালিকা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এ নিহতের সংখ্যা ৩৮ জন বলেও জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। ইউএস-বাংলা কার্যালয় থেকে জানানো হয়েছে, বিমানে ৩৩ জন বাংলাদেশি, ৩২ জন নেপালি, একজন চীনা ও একজন মালদ্বীপের যাত্রী ছিলেন। এছাড়া ছিলেন পাইলটসহ চারজন ক্রু। পাওয়া গেছে ওই বিমানের যাত্রীতালিকা।

১. রিদওয়ানা আবদুল্লাহ (মালদ্বীপ) ২. ফয়সাল আহমেদ (বাংলাদেশ) ৩. শাহরীন আহমেদ (বাংলাদেশ) ৪. ইয়াকুব আলী (বাংলাদেশ) ৫. আলীফুজ্জামান (বাংলাদেশ) ৬. আলমুন নাহার এনি (বাংলাদেশ) ৭. বিলকিস আরা (বাংলাদেশ) ৮. শিলা বেজগেইন (নেপাল) ৯. বিলকিস নাহার বানু বেগম (বাংলাদেশ) ১০. আলজিনা বাড়াল (নেপাল) ১১. চারু বাড়াল (নেপাল) ১২. আখতারা বেগম (বাংলাদেশ) ১৩. শাহীন বেপারী (বাংলাদেশ) ১৪. সুবিন্দ্রা সিং (নেপাল) ১৫. বসন্ত বহরা () ১৬. সামিরা বেঞ্জাকর (নেপাল) ১৭. প্রাবীন চিত্রাকর () ১৮. নাজিয়া আফরিন চৌধুরী (বাংলাদেশ) ১৯. সাঞ্জনা দেবক্তা () ২০. প্রিন্সী ধামী (নেপাল) ২১. গ্যয়নী কুমারী গুরাং (নেপাল) ২২. রেজায়ানুল হক (বাংলাদেশ) ২৩. রকিবুল হাসান (বাংলাদেশ) ২৪. মেহেদী হাসান (বাংলাদেশ) ২৫. ইমরানা কবির হাসি (বাংলাদেশ) ২৬. কবির হোসেন (বাংলাদেশ) ২৭. ধীনেশ হুমাগাইন () ২৮. সানজিদা হক (বাংলাদেশ) ২৯. হাসান ইমাম (বাংলাদেশ) ৩০. নজরুল ইসলাম (বাংলাদেশ) ৩১. শ্রেয়া ঝাঁ (নেপাল) ৩২. পূর্ণিমা লোহানী (নেপাল) ৩৩. মেলী মাহারজান (নেপাল) ৩৪. নীগা মাহারজান (নেপাল) ৩৫. সঞ্জয়া মাহারজান (নেপাল) ৩৬. যাং মিং (চায়না) ৩৭. আঁখি মনি (বাংলাদেশ) ৩৮. মীনহাজ বিন নাসির (বাংলাদেশ) ৩৯. কৈশাব পান্ডে () ৪০. প্রশান্না পান্ডে (নেপাল) ৪১. বিন্দু রাজ পাড়োয়াল () ৪২. হরি শংকর পাডোয়াল () ৪৩. সঞ্জয় পাডোয়াল (নেপাল) ৪৪. এফএইচ প্রিয়ক (বাংলাদেশ) ৪৫. তামারা প্রিয়ন্ময়ী (শিশু ৩ বছর) (বাংলাদেশ) ৪৬. মতিউর রহমান (বাংলাদেশ) ৪৭. এস এম মাহমুদুর রহমান (বাংলাদেশ) ৪৮. আশিষ রনজিৎ () ৪৯. তাহিরা তানভীন হাসি রেজা (বাংলাদেশ) ৫০. পিয়াস রায় (বাংলাদেশ) ৫১. শেখ রাশেদ রুবায়েত (বাংলাদেশ) ৫২. কৃষ্ণা কুমার সারানী (নেপাল) ৫৩. উম্মে সালমা (বাংলাদেশ) ৫৪. আশনা সেকয়া (নেপাল) ৫৫. সনম সেকয়া (নেপাল) ৫৬. অঞ্জিলা শ্রেষ্ঠা (নেপাল) ৫৭. সুরানা শ্রেষ্ঠা (নেপাল) ৫৮. সাঈদা স্বর্ণা (বাংলাদেশ) ৫৯. হরিপ্রসাদ সুবেদী () ৬০. দয়ারাম থাম্রাকার (নেপাল) ৬১. বালাকৃষ্ণা থাপা (নেপাল) ৬২. শ্বেতা থাপা (নেপাল) ৬৩. কিশোরী ত্রিপাঠী () ৬৪. আবাধেশ কুমার যাদব (নেপাল) ৬৫. অনিরুদ্ধ জামান (শিশু ৮ বছর) (বাংলাদেশ) ৬৬. নুরুজ্জামান (বাংলাদেশ) ৬৭. রফিকুজ জামান (বাংলাদেশ)

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজটির ২২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্য নয়জন বাংলাদেশি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।