টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

চীনের টিকটক অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পাকিস্তান। দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।  

খবরে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, টিকটক অ্যাপ স্থানীয় আইন অনুসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু

পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টিকটক অ্যাপে অশ্লীলতা এবং অনৈতিকতা ছড়ানোর সঙ্গে জড়িত সব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে।

গত ৯ অক্টোবর অনৈতিক ও ‘অশালীন’ বিষয়বস্তু প্রচারের অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

news24bd.tv নাজিম