শরীরে ৪৫৩টি ছিদ্র করে সিং বানিয়ে বিশ্ব রেকর্ড তার

শরীরে ৪৫৩ ছিদ্র করে গিনেস বিশ্ব রেকর্ড করেছেন জার্মানির রল্ফ বুখহলজ নামক এক ব্যক্তি। ৫১ এর বেশি বার দেহ পরিবর্তন করেছেন তিনি।

গিনেস বিশ্ব রেকর্ডস অনুসারে, রল্ফ জার্মানিতে একটি টেলিকম সংস্থায় তথ্যপ্রযুক্তিতে কাজ করেন। ৪০ বছর বয়সে তিনি নিজের প্রথম ট্যাটু এবং ছিদ্র দিয়ে দেহ পরিবর্তনের যাত্রা শুরু করেন।

২০ বছরের বেশি সময় ধরে, কণ্ঠস্বর, ঠোঁট, ভ্রু, নাক এবং কপালে দুটি ছোট শিংসহ আরও নানা কাজ করেছে শরীরে। দেহ পরিবর্তনগুলো কেবল বাহিরের পরিবর্তিত হয়েছে।

রল্ফ বলেছেন, এটি আমাকে বদলায়নি। আমরা মধ্যে রয়েছে ৪৫৩টি ছিদ্র। ২০১০ সালে তিনি গিনেসের দ্বারা সর্বাধিক সংখ্যক দেহ বিঁধানো ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন।

২০১৪ সালে দুবাই বিমানবন্দর থেকে তাকে হোটেলে যাওয়ার পথে জনসাধারণের নজরে এসেছিলেন।

news24bd.tv তৌহিদ