দিনাজপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর একাডেমি স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে গার্ড অব অনার শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  

এরপর জেলা প্রশাসক (ডিসি) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম, আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ প্রমুখ।  

এ ছাড়াও দিনাজপুরের ১৩টি উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।

 

নয়ন/অরিন/নিউজ টোয়েন্টিফোর