‘আমিরাতের কাছে ড্রোন বিক্রি করবেন না’

সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় তিন কোটি ডলার মূল্যের ড্রোন বিক্রি না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, ইয়েমেন এবং লিবিয়া যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত জড়িত হয়ে দেশ দুটিতে বেসামরিক জনগণ হত্যা করেছে এবং এ ব্যাপারে অ্যামনেস্টির কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক ফিলিপ নাসিফ গত সোমবার বলেছেন, আমেরিকাকে অবশ্যই এমন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে যা ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ঘটায়।

আরও পড়ুন: পোশাক কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর কংগ্রেসের কাছে একটি নোটিশ দিয়েছে যাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে অত্যাধুনিক এমকিউ-৯বি ড্রোন বিক্রি করার প্রস্তাব দেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের দুই মাসেরও কম সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এ সমস্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক সরঞ্জাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

news24bd.tv আহমেদ