কবর থেকে লাশ চুরি করে কঙ্কাল সংগ্রহ করতেন তারা

ময়মনসিংহ নগরীর আর কে মিশন বাসার একটি কক্ষ থেকে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়-গোড় উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।

এসময় দুই কন্টেইনার তরল কেমিকেল ও তিন প্যাকেট গুড়া কেমিকেলও উদ্ধার করা হয়। এ ঘটনায় বাপ্পি (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি নগরীর কালিবাড়ী কবরস্থান এলাকার আবুল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, রোববার রাত দুইটার এই অভিযান চালানো হয়। মানবদেহের এসব অঙ্গ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

আটক বাপ্পীর বরাত দিয়ে ওসি আরও জানান, প্রতিটি পূর্ণাঙ্গ কঙ্কাল সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা মূল্যে বিক্রী করা হয়। বিভিন্ন কবরস্থান থেকে মানবদেহের এসব অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করা হয়েছে।

পুলিশ জানায়, কঙ্কাল চুরি চক্রের সদস্যরা জেলার বিভিন্নস্থানে ছড়িয়ে রয়েছে। কবর খোঁড়াখুঁড়ির সাথে জড়িতদের মাধ্যমে মৃত ব্যক্তির খবর চলে যায় এই পেশার সাথে জড়িতদের কাছে। তারা প্রথমে কবর থেকে মরদেহ তুলে নিরাপদ স্থানে সরিয়ে কেমিকেল ব্যবহার মাধ্যমে পূর্ণাঙ্গ কঙ্কাল সংগ্রহ করে। পরে বিক্রির নির্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করে। তাদের মাধ্যমেই এই কঙ্কাল বিভিন্ন মেডিকেল কলেজ, চিকিৎসকসহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে পাচার করা হয়।

news24bd.tv তৌহিদ