টর্চ লাইটের আলোয় অস্ত্রোপচার!

অপারেশনের পর পেটের ভেরত গজ-চাকু রেখে সেলাই। জমজ বাচ্চা সম্ভবা মায়ের সিজারের পর একটি বাচ্চা পেটে রেখেই সেলাই। এমন ঘটনা শুনেছি। এবার শুনুন একটু অন্য রকম একটি খবর।

আলো নেই হাসপাতালে। অপারেশন থিয়েটার আরও অন্ধকার। তারমধ্যেই স্ট্রেচারে শুয়ে আছেন রোগী। তার চারপাশে টর্চ লাইট ধরে আছেন কয়েকজন মহিলা, এবার খাকি পোশাক গায়ে এক ব্যক্তি অস্ত্রোপচার করছেন।

ভারতের বিহারের সহর্ষের সদর হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

উল্লেখ্য, কয়েকদিন আগে একইভাবে টর্চের আলোয় বিজেপি শাসিত উত্তর প্রদেশের উনাওয়ে টর্চের আলোয়। ৩৬ জনের চোখের অপারেশন করা হয়েছিল সেখানে। এবারও একই কাণ্ড ঘটল বিজেপি শাসিত রাজ্যেই।

এ অভিযোগে এবারও কাঠগড়ায় সেই সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেও সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষও কোনও পদক্ষেপ নেননি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)