এইভাবে একসময় আমাদের জীবনটাই হারাম করে দিবে

প্রথমে ওরা বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। প্রতিবাদের মুখে বিপদ আঁচ করতে পেরে এখন বলছে সব রকমের ভাস্কর্য। যা আরো ভয়ংকর কথা।  

এইখানে সফল হলে বলবে গান বাজনা হারাম। নাটক, সিনেমা হারাম। টিভি দেখা হারাম। চিত্রকর্ম হারাম। আধুনিক শিক্ষা ব্যবস্থা হারাম। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য যাত্রা পালা, সার্কাস ইতিমধ্যে স্থানীয় ফতোয়া মাসালা দিয়ে প্রায় বন্ধ করে দিয়েছে।  

তারা বলবে, পহেলা বৈশাখ হারাম, পহেলা ফাল্গুন হারাম। শহীদ মিনার হারাম। জাতীয় স্মৃতি সৌধ হারাম। ছেলেদের টাকনু পর্যন্ত কাপড় পরতে হবে। বোরকা ছাড়া বের হলে মেয়েদের গায়ে আলকাতরা মেখে দিবে।  

আরও পড়ুন: আসেন আমরা তাদের ঈমানের পরীক্ষা নেই

এইভাবে একসময় আমাদের জীবনটাই হারাম করে দিবে। কেউ যদি খুশি হয়ে থাকেন অথবা নিশ্চুপ থাকেন এই ভেবে যে ওরাতো বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগকে টার্গেট করেছে।  

তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। এই চরমপন্থী অপশক্তিকে প্রতিহত করতে সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন দরকার। সবাইকেই এগিয়ে আসতে হবে। নয়তো এর ফলাফল হবে ভয়াবহ। শুধু আওয়ামী লীগ না পুরা জাতিকেই তা বহন করতে হবে। হয়তো একদিন বিজয় শ্লোগান হবে-“আমরা হয়েছি তালেবান, বাংলা হয়েছে আফগান। ”

আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম