পাহাড়ে বারি মাল্টা-১ জাতের বাগানে ব্যাপক সাফল্য

বান্দরবানের পাহাড়ে বারি মাল্টা-১ জাতের বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকেরা। স্বল্প খরচে লাভজনক ও ভালো ফলন হওয়ায় জুম চাষিরাও এখন এই মাল্টা চাষে ঝুঁকছে।   

২০১৫ সালে পরীক্ষামূলক ভাবে প্রথম বান্দরবান জেলা সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলায় ১৫০ কৃষকের মাধ্যমে মিশ্র ফলের বাগানে ৩০হেক্টর পাহাড়ী জমিতে মাল্টা চাষের আবাদ শুরু করে কৃষি বিভাগ।

আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় বর্তমানে প্রায় ১হাজার চাষী এই বারি মাল্টা চাষ করছেন। চলতি বছর বান্দরবান জেলা ৩শ ৭৬ হেক্টর পাহাড়ী জমিতে মাল্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকায় ফলনও ভালো। তাই লাভের আশা চাষিদের।

বেশিরভাগ মেগা প্রকল্পই কাজের গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে

জন্মদিনে ভক্তদের কাছে সালমানের ভিন্ন অনুরোধ

‘বিনা দাওয়াতে’ মাহফিলে ওয়াজ, মামুনুলের বিরুদ্ধে মামলা

বন্ধ করে দেয়া হলো সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রুটের বাস চলাচল

মিশ্র ফল বাগানে মাল্টা চাষ সম্প্রসারণ, বিনামূল্যে চারা প্রদানসহ বিভিন্ন পরামর্শের কথা জানালেন কৃষি বিভাগ।

পার্বত্য জেলা বান্দরবানে অনেক জমি অনাবাদি হয়ে পতিত রয়েছে। এসব জমি চাষাবাদের আওতায় আনতে নানা উদ্যোগের কথাও জানিয়েছে কৃষি বিভাগ।

news24bd.tv নাজিম