শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

আজ সকালে চতুর্থ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএনএনপি) আওতায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  

এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ। এসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান।

ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

চলতি মাসেই স্থানান্তর হচ্ছে আমিরাতে বাংলাদেশ দূতাবাস

চলন্ত ট্রেন নবজাতককে ফেলে হত্যা!

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আক্রাম হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

news24bd.tv নাজিম