খাদ্যের সন্ধানে লোকালয়ে হনুমান

খাবারের সন্ধানে নাটোরের সিংড়ায় চলে এসেছে একটি হনুমান। গত কয়েক দিন ধরে হনুমানটি অবস্থান করছে সিংড়া পৌর এলাকায়। হনুমানটিকে দেখতে ভিড় করছেন শিশু-নারীসহ নানা বয়সের মানুষ।

এলাকাবাসী জানান, খাবারের সন্ধানে এ হনুমান কোনো যানবাহনে চড়ে সিংড়ায় চলে এসেছে। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে। সারাদিন এ-গাছ থেকে ও-গাছ আর মানুষের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে হনুমানটির। আর রাতে অবস্থান করে গাছের উঁচু ডালে অথবা কোনো স্কুলের ছাদে। কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছেন। আবার কেউবা কারণে-অকারণে প্রাণীটি লক্ষ্য করে ঢিল ছুড়ছেন। তবে এখন পর্যন্ত হনুমানটিকে ধরে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি বন বিভাগের পক্ষ থেকে। বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে মুঠোফোন রিসিভ করেননি উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)