ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : নিহত ৩৬, আহত শতাধিক

৬.২ মাত্রার শক্তিশালি ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে। এতে নিহত হয়েছেন অন্তত ২৬ জন, আহত শতাধিক।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমকিভাবে জানিয়েছে, ভূমিকম্পে মাজেনেতে চারজন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী মামুজু প্রদেশে কমপক্ষে তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।  

শুক্রবারের স্থানীয় সময় রাত ১টার দিকে ভূমিকম্প হয় বলে জানা গেছে।

সূত্রঃ সিসিএন

news24bd.tv / nakib