টিকা নিয়ে পাঁচজনই বললেন ‘জয় বাংলা’

দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ভাইরাসের প্রথম টিকা নিয়ে ইতিহাসের অংশ হলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তাসহ পাঁচ সম্মুখযোদ্ধা।   এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে কুশল বিনিময় করেন।  

রুনুর পর ভ্যাকসিন নেন একই হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন। এরপর নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মতিঝিল বিভাগের দিদারুল ইসলাম, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।   টিকা নেওয়া শেষে তারা প্রত্যেকেই জয় বাংলা স্লোগান দেন।

পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত

প্রথমে কারা এবং কত মানুষ টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

বিকেলে আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করার পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পাঁচজনকে টিকা দেওয়া দেখেন।

টিকা নেয়ার সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে উৎসাহ দেন।

এই পাঁচজনসহ মোট ২৫ জনকে প্রথম দিন টিকা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।

news24bd.tv নাজিম