খুলনায় ওজোপাডিকো’র গণশুনানী

অনলাইন আবেদনে সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ, নতুন উপকেন্দ্র নির্মাণ, ফল্ট ইন্ডিকেটর চালু, খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ লাইন আন্ডারগ্রাউন্ডে রূপান্তরসহ একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো)।

এতে গ্রাহক সেবার মাণ আরও উন্নত হবে। কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশেই স্মার্ট প্রি-পেইড মিটার তৈরিতে এ্যাজেন্সী ফ্যাক্টরী স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন:

সাকিবের ছুটি মঞ্জুর

‘ইরানকে নিয়ে ৪২ বছর ধরে জুয়া খেলেছ আমেরিকা’

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সব হত্যার দ্রুত বিচার হোক: দীপনের বাবা

গতকাল নিরবিচ্ছিন্ন মানসম্পন্ন বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে ওজোপাডিকো’র গণশুনানীতে এসব কথা বলা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মোছা. মাকছুদা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আমিনুর রহমান।

ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গ্রাহকগণের অভিযোগ ও মতামত গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর (১৬১১৭) চালু করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকগণ ২৪ ঘণ্টা তাদের অভিযোগ বা মতামত জানাতে পারবেন।

তিনি বলেন, বিভিন্ন জেলা হতে গ্রাহকরা গণশুনানীতে অংশ নিয়ে বিদ্যুৎ সেবা সম্পর্কে মতামত পরামর্শ প্রদান করেছেন। যার ফলে বিদ্যুৎ সেবার মাণ উন্নয়নে পদক্ষেপ নেওয়া সহজ হবে।

news24bd.tv তৌহিদ