রামগতিতে দ্বিতীয় মেয়াদের মেয়র মেজবাহ

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এম মেজবাহ উদ্দিন। সর্বমোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ভোট পেয়েছেন ১০৫২৩।

তার নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও নারিকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ পেয়েছেন ৪৫৫ ভোট। বিএনপির ধানের শীষ প্রতিকে শাহেদ আলী পটু পেয়েছেন ৩৮৭ ভোট।

আরও পড়ুন:

সাতক্ষীরায় মেয়র হলেন বিএনপি প্রার্থী

চৌগাছায় নৌকার জয়, প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত

খাটের ওপর ব্যবসায়ীর মৃতদেহ, আলমারির টাকা-স্বর্ণ উধাও

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

বটি দিয়ে কুপিয়ে ধর্ষণ থেকে বাঁচলেন নারী

লাঙ্গল প্রতীক পেয়েছেন ১৪২ ভোট। হাতপাখা পেয়েছেন ১৫১ ভোট। আরেক স্বতন্ত্র মেয়র পদের প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ ভোট।

এদিকে ভোটের দিন বেলা ১১ টায় ভোটে অনিয়মের অভিযোগ এনে হাত পাখা ও নৌকা প্রতিক ছাড়া অপর মেয়র প্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

news24bd.tv তৌহিদ