জাবিতে পুলিশের হামলা, আহত অর্ধশতাধিক শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। হঠাৎ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অর্ধশাতাধিক ছাত্র আহত হন। এর মধ্য ৫/৬জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পরিস্থিতি এখনও উত্তাল। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও টিয়ার শেল নিক্ষেপ করছে। আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছে।

এদিকে, শের-ই বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে বেগম রোকেয়া স্মরণী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বেলা সাড়ে ১১ টা থেকে এ আন্দোলন শুরু হয়। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হেয়ে যায়। আন্দোলনকারীদের পুলিশ চারদিক থেকে ঘিরে রেখেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)