প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন: ওবায়দুল কাদের

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে প্রধানমন্ত্রীর প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছেন, বিভ্রান্তি ছড়াতে একটা মতলবি মহল কাজ করছে। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, তাতে ভরসা রাখতে হবে। বিভ্রান্ত হবেন না।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অশুভ শক্তি কোটা সংস্কারের আন্দোলনে অনুপ্রবেশ করে ঘোলা পানিতে মাছা স্বীকারের চেষ্টা করতে পারে। কোটা সংস্কার আন্দোলনের মাঝে যেন অশুভ শক্তি প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নেতৃত্ব অশুভ হাতে গেলে সাধারণ শিক্ষার্থী এবং দেশ উভয় ক্ষতিগ্রস্ত হবে।  

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সেতু মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। তার উপর ভরসা রাখুন।

একইসঙ্গে দ্বায়িত্বশীল পদে থেকে কাউকে দ্বায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি।