ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে মানববন্ধন

আদালতের নিষোজ্ঞা উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনয়নের মাঝপাড়া মাঠের তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে মানববন্ধন করেছে জনসচেতন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলা মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের সচেতন এলাকাবাসীর আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম ও জিয়াউর রহমান। এ সময় বক্তরা তিন ফসলি কৃষি জমি রক্ষায় অবিলম্বে অবৈধভাবে পুকুর খনন বন্ধে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

ভারতে বাড়ছে গাধার চাহিদা!

ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ, গীতা, সংস্কৃত

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)

কৃষি জমি রক্ষায় মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কৃষান-কুষানী ছাড়াও নানা শ্রেণি পেশার সচেতন জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করে অবৈধ পুকুর খননের প্রতিবাদ জানান।

news24bd.tv / কামরুল