মঙ্গলে চলছে নাসার রোভার, দেখা যাচ্ছে চাকার দাগ

সফলভাবে অবতরণের পর মঙ্গলগ্রহে নাসার রোভার পারসিভারেন্স সফলভাবে টেস্ট ড্রাইভও সম্পন্ন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সী নাসা। গতকাল শুক্রবার (৫ মার্চ, ২০২১) নাসা এই তথ্য জানায়।

ছয় চাকার এই রোভারটি গত বৃহস্পতিবার মঙ্গলের বুকে ৩৩ মিনিটে ৬.৫ মিটার (২১.৩ মিটার) ভ্রমণ করেছে। এটি চার মিটার সামনে যেয়ে বাম দিকে ১৫০ ডিগ্রি ঘুরে আবার ২.৫ মিটার পিছনে আসে। এসময় এর ক্যামেরায় এটি চলার ফলে এটির চাকার যে দাগ দৃশ্যমান হয় তা ফুটে ওঠে।

ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে নাসার ইঞ্জিনিয়ার আনাইস জারিফিয়ান বলেন, “এটা আমাদের জন্য যানটি চালানোর প্রথম সুযোগ ছিলো। এটি চমৎকারভাবে সফল হয়েছে এবং এটি এই মিশনের জন্য অনেক বড় একটি মাইলফলক হয়ে থাকবে। “

তিনি আরও বলেন, “এটি কেবলমাত্র শুরু ছিলো। আমরা এর পরে আরও বড় দূরত্ব পাড়ি দেবো। “

নাসার ইঞ্জিনিয়াররা মঙ্গলের বুকে চলার জন্য রোভারটির সাথে আরো দৃঢ়ভাবে সংযুক্ত হওয়ার পরিকল্পনা করছেন। তাছাড়া সব ঠিকঠাক থাকলে পরের দুইদিনও এটি চালানোর পরিকল্পনা আছে তাদের।

আরও পড়ুনঃ

আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

লবণ প্রাসাদ ‘পামুক্কালে’

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)

উল্লেখ্য, রোভারটি মঙ্গল গ্রহের দিনের সময়ে প্রতিদিন ২০০ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। মঙ্গল গ্রহের প্রতিদিন পৃথিবীর দিনের চেয়ে বড়।

news24bd.tv / নকিব