ভিন্নমতের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ মির্জা ফখরুলের

সরকারের আড়ালে থেকে একটি ভয়ংকর শক্তি বিরোধীদের নিশ্চিহ্ন করতে  ভিন্নমতের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারে না, যারাই সরকারের খারাপ কাজের সমালোচনা করে তাদেরই হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া বিরোধী মত দমনে এই সরকার নির্যাতনের সব রেকর্ড ভেঙে ফেলেছে বলে দাবি করেন তিনি।

মশা মারতে গিয়ে পুড়ে গেলেন মা ও দুই মেয়ে

আস্থা ভোটে জিতলেন প্রধানমন্ত্রী ইমরান খান

চিকিৎসাপত্র ছাড়াই ওষুধ কিনছেন ক্রেতারা, রোগী দেখছেন ফার্মেসি মালিকরা

দেশে বাজারে আবারও কমছে স্বর্ণের দাম

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। এসময় নেতাকর্মীদের সাহস সঞ্চয় করে সরকারকে রুখে দেয়ার কথা বলেন তারা।

সমাবেশের মাঝে নিজেদের ভেতর কয়েকদফা গন্ডগোল করে, বিএনপি নেতা-কর্মীরা।

news24bd.tv নাজিম