লরির ধাক্কায় দুই সহকর্মীর মৃত্যু, গায়িকা বিউটির অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজারে কনসার্টে যাওয়া হলো না তরুণ গায়িকা বিউটি খান ও তার দলের। পথেই লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসনবাদক হানিফ আহমেদ ও প্যাডবাদক পার্থ গুহ।

আর গুরুতর আহত হয়েছেন তরুণ গায়িকা বিউটি খানসহ দলের অন্য সদস্যরা। তবে বিউটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার ভোরে কনসার্টের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন গায়িকা বিউটি ও তার দল। পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

হানিফ

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্যাড বাদক পার্থ গুহ। আর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর প্যাড ও পার্কাসন বাদক হানিফ মারা যান।

আরও পড়ুন

মরিয়মের কিছু হলে ইমরান ও পাকিস্তান সেনাবাহিনী দায়ী: নওয়াজ শরিফ

আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না তুরস্ক: রাশিয়া

লরির ধাক্কায় দুই সহকর্মীর মৃত্যু, গায়িকা বিউটির অবস্থা আশঙ্কাজনক

আবারো লকডাউনের পথে ইতালি

এর আগে ভোররাত ৪টার দিকে বিউটি খান তার ফেসবুক ওয়ালে দুটি ছবি পোস্ট করেন। একটিতে তিনি একা, অন্যটিতে তিনিসহ ছয়জন। সবাই তার গানের দলের। ছবি দুটি দিয়ে বিউটি লেখেন, ‘কক্সবাজারের পথে’। কিন্তু বিউটিদের কক্সবাজার যাওয়া হলো না।

পার্থ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

news24bd.tv আহমেদ