টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।  

এ উপলক্ষে বুধবার সকালে সেনাবাহিনীর ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেনাবাহিনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠে গিয়ে শেষ হয়। পরে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে বক্তব্য রাখেন। এ সময় সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব

অপদিকে বঙ্গবন্ধু সেনানিবাসেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

এদিকে সকালে বিভিন্নস্থানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তাগন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা-জনতা।  

দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসুচি। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা, প্রামান্যচিত্র প্রদর্শনসহ জেলাব্যাপী আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।

news24bd.tv আয়শা