আলুর ক্ষেতে বিমান আছড়ে পড়ার ঘটনায় ঘটনাস্থলে তদন্ত কমিটি

রাজশাহীর তানোর উপজেলার তালোন্দ ইউনিয়নের লালপুর গ্রামে আলুর ক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান (এস২-এ জি জি) আছড়ে পড়ার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন হারুনর রশীদ ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম এম আসাদুজ্জামান

বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিমানযোগে তারা ঢাকা থেকে রাজশাহী পৌঁছান।

চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ

বিমান পড়া মেলা

দৈনিক ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি পেয়ে ‘ভয়ে ইসরাইল’

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহহীনরা পেলেন ঘর

সেখানে গিয়ে তারা শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণার্থী নাহিদ ও প্রশিক্ষক মাহফুজের সাথে কথা বলেন।

পরে বিমান দুর্ঘটনাস্থল তানোরের লালপুর যায় তদন্তকারী দল।  

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা আড়াইটায় প্রশিক্ষণকালে সমস্যা দেখা দিলে মাঠে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ সময় বিমানটি গতির কারণের উঁচু নিচু জায়গা দিয়ে চলতে গিয়ে উল্টে যায়।

news24bd.tv তৌহিদ