আবর্জনা থেকে জৈবসার-বায়োগ্যাস তৈরির প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে

পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়তে আবর্জনা থেকে জৈবসার ও বায়োগ্যাস তৈরির প্রকল্প হাতে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এজন্য মূল অবকাঠামোর কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন পৌর এলাকার মানুষ। তবে দ্রুত বাস্তবায়ন চান তারা।

আবর্জনার গন্ধে চাঁপাইনবাবগঞ্জের অনেক এলাকায় মানুষের দুর্ভোগের চিত্র প্রায় একই। পৌরসভার লোকবল সংকট আর ভালো ব্যবস্থাপনার অভাবে এতোদিন শহরের পরিবেশ বলার মতো ভালো ছিলো না।

এখন পরিস্থিতি কিছুটা বদলে যাবে বলেই ধারণা এলাকাবাসীর। কারণ ইউজিপ-৩ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন প্লান্ট।

করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু

সাংবাদিক আতিকউল্লাহ খানের মৃত্যুতে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর শোক

ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে: জরিপ

হঠাৎ দেশে ফিরছেন সাকিব

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশদ্বার হরিপুরে চার একর জমিতে এই অবকাঠামোর কাজ শেষের পথে। শিগগিরই নগরবাসী এর সুফল পাবেন বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের সুফল পুরোপুরি পেতে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র।

আবর্জনা থেকে জৈবসার তৈরি হলে কৃষি ক্ষেত্রেও খরচ কমবে বলে আশাবাদী কৃষি সংশ্লিষ্টরা। প্রতিদিন ৪ টন বর্জ্য শোধন ক্ষমতাসম্পন্ন এই স্যানিটারি ল্যান্ডফিল তৈরিতে ব্যয় হচ্ছে সাড়ে ১৩ কোটি টাকা।

news24bd.tv নাজিম