নোয়াখালীতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে স্বজনদের মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর গত ২৫ মার্চ (বৃহস্পতিবার) গৃহবধূ বিবি কুলসুম রুমাকে মারধর করে মুখে বিষ ডেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলাউদ্দিন নিশু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

সোমবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এ অভিযোগ করেন নিহতের স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩

মানববন্ধনে তারা বলেন, যৌতুকের জন্য প্রায়ই রুমাকে নির্যাতন করতো তার স্বামী ও পরিবারের সদস্যরা। সর্বশেষ গত ২৫ মার্চ তাকে মারধর করে মুখে বিষ ডেলে হত্যা করে তারা। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। নিহতের স্বজনরা আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।  

news24bd.tv আয়শা