শাহজালালে স্বর্ণের বারসহ বিমান কর্মচারী আটক

বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে স্বর্ণে বারসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। ওই কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটে স্বর্ণগুলো পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

ডিসিএইচের এআরও শফিকুল ইসলাম রাসেল বলেন, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভেতর থাকা ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়।  

তিনি বলেন, বিমানে স্বর্ণ থাকার বিষয়ে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ২১/সি সিটের হাতলের ভেতর স্বর্ণ থাকার বিষয় স্বীকার করেন। ওই হাতলের ভেতর বিশেষভাবে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

হেফাজতের বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-লাঠিচার্জ, আহত ১৫

নৌ পথে আগের মতোই গাদাগাদি করে যাত্রী পরিবহন, অথচ ভাড়া বৃদ্ধি

ভ্যানে চাকায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

দেশে করোনা শনাক্তে ফের রেকর্ড

news24bd.tv / কামরুল